প্রকাশিত:
৭ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও ব্যয়বহুল এক আর্থিক শর্ত যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। হালনাগাদ করা 'ভিসা বন্ড' তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) ঘোষণা অনুযায়ী, নতুন করে তালিকায় যুক্ত হওয়া বাংলাদেশসহ ২৫টি দেশের জন্য এই নিয়ম আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এর আগে গত আগস্টে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রোগ্রাম) এই ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ এই তালিকার অন্তর্ভুক্ত।
ভিসা বন্ড হলো একধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ নির্দিষ্ট বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তা নিয়ে থাকে; যেন তাঁরা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন।
প্রতিবছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।
কনস্যুলার অফিসাররা আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে জামানতের পরিমাণ নির্ধারণ করবেন। বন্ডের পরিমাণ মূলত তিনটি ধাপে ভাগ করা হয়েছে: ১. ৫,০০০ ডলার (প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা) ২. ১০,০০০ ডলার (প্রায় ১২ লাখ ২৫ হাজার টাকা) ৩. ১৫,০০০ ডলার (প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা)
বন্ডের অর্থ কোনো তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে জমা দেওয়া যাবে না। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম 'Pay.gov'-এর মাধ্যমে জমা দিতে হবে। তবে কনস্যুলার অফিসার লিখিতভাবে নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীদের আগেভাগে কোনো অর্থ জমা না দিতে সতর্ক করা হয়েছে।
এই নিয়ম মূলত বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার ক্ষেত্রে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরআগে ২০১৩ সালে যুক্তরাজ্য কিছু ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নেয়, কিন্তু পরে তা বাতিল করে।